Acupressure is equally effective at all ages

 


অ্যাকুপ্রেশার যে সকল বয়সে সমান কার্যকারী তার বলিষ্ঠ উদাহরণ হল শ্রী সুরেন্দ্র নাথ মণ্ডল মহাশয়


আমি উনার চিকিৎসা প্রায় ২০১৬ সাল থেকে করে আসছি


সামান্য থেকে বৃহৎ সকল শারীরিক সমস্যায় তিনি আমারই খোঁজ করতেন


তার জীবিত কালীন সময়ে আমি কতো শতবার তাঁর চিকিৎসা করেছি ও চটজলদি সমাধানও করেছি, তার কোন হিসেব নেই


তাঁর সকল সমস্যা সমাধানে আমি সবসময় অ্যাকুপ্রেশারেরই সাহায্য নিতাম


একবারের ঘটনা বলি, যা শুনু আপনি নিশ্চয় অবাক হবেন যেমন আমি হয়েছিলাম


২০১৮ সালে জুন মাসের দিকে উনি একবার বাথরুম থেকে ঘরে ফিরে আসার সময় পা পিছলীয়ে পরে যান


এতে তাঁর বাম দিকে কোমর থেকে হাঁটু পর্যন্ত মারত্মক ব্যাথা হয়েছিল


এতো ব্যাথা যে কোন পেইন কিলারও কাজ করছিল না


উনি সেই দিন রাত্রি বেলাতেই আমাকে ফোন করেন ও সকালে আসতে বলেন


উনার বাড়িতে গিয়ে প্রথমে পরীক্ষা করে দেখি কোন হাড় ভেঙেছে কি না ?


হাড় কিছু ভাঙেনি, কিন্তু উনি বেশ চোট পেয়েছিলেন, তাই এতো ব্যাথা


যে যায়গাতে চোট লেগেছিল সেই যায়গাটা পুরো কালো হয়েগেছিল


ঠাণ্ডা ও গরম সেক দিয়ে কিছুটা আরাম পেলেও একটু সামান্য নাড়াচাড়া করলেই অসহ্য ব্যাথায় উনি চিৎকার করতেন 


এমন সমস্যায় অ্যাকুপ্রেশারই সবথেকে ভালো কাজ করে, কারন অ্যাকুপ্রেশারকে রেফারেল থেরাপি বলা হয়


মানে হল, সমস্যা অন্য যায়গাতে আর আপনি চিকিৎসা করবেন সেখান থেকে অনেক দূরে কোন অ্যাকু পয়েন্টে


আমি তাই করেছিলাম


আপনি জেনে অবাক হবেন মাত্র ৩ দিনের চিকিৎসায় উনার ব্যাথা তো দূর হয়েই ছিল, উনি আবার দাঁড়াতে পেরেছিলেন


তাঁর উঠে দাঁড়ানোর ভিডিওটিও আমার কাছে আছে


তৃতীয় দিনের এই ঘটনা আমাকে আশ্চর্য করেছিল, ফলে সেটিকে আমি রেকর্ড করে রেখেদি 


এমন অনেক ঘটনা আমাকে আজও আশ্চর্য করে


কয়েক বছর আগেও এমন একটা পেসেন্ট পেয়েছিলাম যাকে ডাক্তার ইমিডিয়েট লাম্বার অপ্রাশন করতে বলেছিলেন


কিন্তু তাঁরা আমার কথায় বিশ্বাস করে অপ্রাশন না করে অ্যাকুপ্রেশারের চিকিৎসা করেছিলেন আর তাতেই মাত্র ৭ দিনের মাথায় তিনি বিছানা থেকে নেমে হাঁটাচলা করতে শুরু করেছিলেন


এই সমস্ত কেস স্টাডি এই কোর্সে আপনাদের সাথে আলোচনা করবো


যা জেনে আপনার আশ্চর্যের সীমা থাকবে না


তাই আজকেই এই কোর্সটি করুন


ধন্যবাদ     









Copyright (c) 2026 acupressurexpert | All rights reserved