Author Image
Be Acupressurexpert

Complete Acupressure

Advance Deploma in Acupressure

বর্তমানে অ্যাকুপ্রেশার চিকিৎসার ব্যাপারে সকলেই কম বেশি ওয়াকিবহাল। হাতের তল বা পায়ের তলে চাপ দিয়ে যে বহু রোগ নিরাময় করা যায় তা খুব কম লোকের কাছেই আজকে অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আজকে এই চিকিৎসা পদ্ধতির সত্যতা প্রমাণ করে একে অন্যান্য মূল চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত করেছেন। তাঁরা মানুষের শরীরে ৩৬১টি অ্যাকুপ্রেশার বিন্দুকে সব থেকে কার্যকারী বলে প্রমাণ করেছেন। বিশ্বে সমস্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে এটিও একটি প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান। আনুমানিক ৫০০০ বছরেরও আগে ভারত, মিশর, চীন ইত্যাদি প্রাচীন সভ্যতা গুলিতে এই চিকিৎসা পদ্ধতির যে বেশ প্রচলন ছিল তার প্রমাণ পাওয়া যায়। এই কোর্সে আপনি অ্যাকুপ্রেসারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সম্বন্ধে জানতে পারবেন। এক পাশে যেমন জানতে পারবেন কি করে এটি কাজ করে তেমনি জানতে পারবেন সঠিক বিন্দু ও তার প্রয়োগ প্রণালী। আমার অভিজ্ঞতা থেকে জানতে পারবেন এমন কিছু পয়েন্ট যা আপনি হাজার বার ব্যাবহার করেও, সব যায়গাতেই সঠিক রেজাল্ট পাবেন। পেয়েন্ট সম্বন্ধে এখানে বা এই কোর্সে এতো নলেজ পাবেন যে, যেকোনো রোগে কোন রকম ঔষধ ছাড়াই সম্পূর্ণ নিরাময় করতে পারবেন। তৎকাল বা এমারজেন্সি অবস্থাতেও নিজেকে ও নিজের আপন জনকেও বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। কিছু রোগের কোন চিকিৎসা নেই, কোন ঔষধ নেই, জেনে রাখুন সেই সমস্ত ক্ষেত্রে একমাত্র অ্যাকুপ্রেশারই কাজ করে, এর পরে আর কোন চিকিৎসা বিজ্ঞান নেই। আমি কেন এমন কথা বলছি তা আমার কর্মজীবনে দেখা হাজার উদাহরণের মধ্যে কয়েকটা ঘটনা বললেই বুঝতে পারবেন

কেনো অ্যাকুপ্রেশার এতো গুরুত্বপূর্ণ ?

Showing posts with label Case Study. Show all posts
Showing posts with label Case Study. Show all posts

Acupressure is equally effective at all ages

  অ্যাকুপ্রেশার যে সকল বয়সে সমান কার্যকারী তার বলিষ্ঠ উদাহরণ হল শ্রী সুরেন্দ্র নাথ মণ্ডল মহাশয় । আমি উনার চিকিৎসা প্রায় ২০১৬ সাল থেকে করে...

Lung Cancer can be cured with Acupressure

  ২০১৭ সালে নভেম্বার মাসে একটা বড় ঘটনার সাক্ষী হয় । একটা পেসেন্ট পেয়েছিলাম , উনার নাম ছিল – রমা দাস , বয়স - ৪৫ বছর । উনার লাংসে বা ফু...

এই কোর্সটি কেনো করবেন ?

প্রথমত
  • আপনার যদি অ্যাকুপ্রেশার চিকিৎসা সম্বন্ধে আগ্রহ থাকে তবে, এই কোর্সটি অবশ্যই করুন।
  • কারন, এই কোর্সে শুধু তাত্ত্বিক ব্যাপারই নেই, আছে আমার ১০ বছরের বেশি সময়ের সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতা। যা আপনাকে এই চিকিৎসা প্রণালীতে আরও নিপুণ করবে। অ্যাকু পয়েন্ট গুলোকে আরও ভালো করে জানতে ও সঠিক ভাবে প্রয়োগ করতে পারবনে।
দ্বিতীয়ত
  • এখানে কিছু অ্যাডভান্স টেকনিক সম্বন্ধে আলোচনা করা হয়েছে যা এমারজেন্সি অবস্থাতে দারুন সাহায্য করে।
  • যা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, সেই সবই আপনাদের সাথে আলোচনা করবো এই কোর্সে।
  • এই সম্পূর্ণ কোর্সটি যেহেতু রেকর্ডেড ভিডিও আকারে থাকবে তাই আপনি একে বার বার দেখতে ও প্র্যাকটিস করতে পারবেন।
তৃতীয়ত
  • Lifetime Access
  • শুধু মাত্র এই কোর্স করেই আপনাদের জানা শেষ হবে না, আপনাদের সাথে যতো দিন আমার যোগাযোগ থাকবে, আপনারা নিত্যনতুন রিসার্চে যা কিছু বেরিয়ে আসছে তা সবই জানতে পারবেন।
  • কখনো অনলাইন ক্লাসের মাধ্যমে বা কখনো রেকর্ডেড ভিডিও বা পিডিএফ আকারে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
  • এই বিষয়ে আপনাদের বিশেষজ্ঞ করা ও আপ্টুডেট রাখাই আমার কাজ।

আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়

Syllabus

1. Introduction of Acupressure 2. Anatomy and Physiology 3. Aura and Chakra 4. Diagnosis with Acupressure 5. Law of Acupressure 6. Reflexology – Acu points on Feet and Hands. 7. Meridianology – Acu Points on our whole body. 8. Auricology – Acu Points on both Ears. 9. 361 Meridian points referred by WHO 10. 107 Special Trigger Points 11. Basic Bio-Chemic 12. Various Acupressure Instruments 13. Pranic healing energy with Acupressure 14. Therapist Practice and Protection Protocol 15. Acupressure Treatments and Their Rules.

  • সম্পূর্ণ কোর্সটি করা হয়ে গেলে আমাদের দেওয়া হয়াটসঅ্যাপ বা জিমেলে ম্যাসেজ করে জানাবেন।
  • আপনাদের একটি প্রশ্ন পত্র পাঠানো হবে।
  • তাতে যা যা প্রশ্ন দেওয়া থাকবে তার যথাযথ উত্তর দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন।
  • এর পরে আপনার মেরিট হিসাবে সার্টিফিকেট তৈরি করে আপনাকে দেওয়া হবে।

Copyright (c) 2026 acupressurexpert | All rights reserved