বর্তমানে অ্যাকুপ্রেশার চিকিৎসার ব্যাপারে সকলেই কম বেশি ওয়াকিবহাল।
হাতের তল বা পায়ের তলে চাপ দিয়ে যে বহু রোগ নিরাময় করা যায় তা খুব কম লোকের কাছেই আজকে অজানা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আজকে এই চিকিৎসা পদ্ধতির সত্যতা প্রমাণ করে একে অন্যান্য মূল চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত করেছেন।
তাঁরা মানুষের শরীরে ৩৬১টি অ্যাকুপ্রেশার বিন্দুকে সব থেকে কার্যকারী বলে প্রমাণ করেছেন।
বিশ্বে সমস্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে এটিও একটি প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান।
আনুমানিক ৫০০০ বছরেরও আগে ভারত, মিশর, চীন ইত্যাদি প্রাচীন সভ্যতা গুলিতে এই চিকিৎসা পদ্ধতির যে বেশ প্রচলন ছিল তার প্রমাণ পাওয়া যায়।
এই কোর্সে আপনি অ্যাকুপ্রেসারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সম্বন্ধে জানতে পারবেন।
এক পাশে যেমন জানতে পারবেন কি করে এটি কাজ করে তেমনি জানতে পারবেন সঠিক বিন্দু ও তার প্রয়োগ প্রণালী।
আমার অভিজ্ঞতা থেকে জানতে পারবেন এমন কিছু পয়েন্ট যা আপনি হাজার বার ব্যাবহার করেও, সব যায়গাতেই সঠিক রেজাল্ট পাবেন।
পেয়েন্ট সম্বন্ধে এখানে বা এই কোর্সে এতো নলেজ পাবেন যে, যেকোনো রোগে কোন রকম ঔষধ ছাড়াই সম্পূর্ণ নিরাময় করতে পারবেন।
তৎকাল বা এমারজেন্সি অবস্থাতেও নিজেকে ও নিজের আপন জনকেও বিপদ থেকে উদ্ধার করতে পারবেন।
কিছু রোগের কোন চিকিৎসা নেই, কোন ঔষধ নেই, জেনে রাখুন সেই সমস্ত ক্ষেত্রে একমাত্র অ্যাকুপ্রেশারই কাজ করে, এর পরে আর কোন চিকিৎসা বিজ্ঞান নেই।
আমি কেন এমন কথা বলছি তা আমার কর্মজীবনে দেখা হাজার উদাহরণের মধ্যে কয়েকটা ঘটনা বললেই বুঝতে পারবেন